spot_img

২০ দেশে পরিবর্তন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

বিদেশে অবস্থানরত বাংলাদেশের মিশনগুলোতে রদবদল আনা হচ্ছে। এবার বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে ২০টি দেশে। এসব দেশ থেকে বর্তমান রাষ্ট্রদূতদের ফিরে আসতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কূটনীতিকদের সরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ আসছে, সেটিও সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে।

ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। প্রায় ২০টির মতো দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে। সেই নিয়োগের উদ্যোগও এর মধ্যে নেওয়া হয়েছে।

এগুলোর কিছু বিষয় আছে প্রশাসনিক, এ জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। কিন্তু এ প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস অপূর্ব জাহাঙ্গীর।

এর আগে গত ১৫ আগস্ট চুক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ ১২ জনকে ঢাকায় ফেরত এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ২১ আগস্ট চাকরি থেকে বাদ দেওয়া হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করে আসা তিন রাষ্ট্রদূতকে।

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের তারিখ ও ভেন্যু প্রকাশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষ পর্যন্ত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। যদিও এখনো চূড়ান্ত সূচি প্রকাশের অপেক্ষায় রয়েছে ক্রিকেটভক্তরা। যদিও তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ