spot_img

‘শিবিরের কমিটি’তে নাম থাকা প্রসঙ্গে যা বললেন পূজা চেরি

অবশ্যই পরুন

গত মাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহিলা শাখার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কমিটির একটি ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। যেখানে অমুসলিম শাখার আইন ও মানবাধিকার সম্পাদক করা হয় পূজা চেরীকে। এরপর থেকেই আলোচনা, কে এই পূজা চেরী। সোশ্যাল মিডিয়ায় বলাবলি হচ্ছিল, এই পূজা ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরিই!

চলমান সেই আলোচনা-সমালোচনার মধ্যে এ ইস্যুতে মুখ খুলেছেন পূজা চেরি। তার শিবিরের কমিটিতে থাকাকে তিনি কেবল মিথ্যা এবং ভুয়া তথ্য হিসেবে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৭টায় ফেসবুকের নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন পূজা চেরি।

তিনি স্ট্যাটাসে লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।

তিনি আরও বলেন, আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।

এছাড়া ইসলামী ছাত্রশিবিরের মহিলা শাখার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কমিটি আদৌ ঘোষণা করা হয়েছে কি-না, সেই সত্যতাও পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ