এবারের বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বিএনপি। বিজয় দিবসে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টে তু্লে ধরা হবে দেশের গান ও সংস্কৃতি-এমনটা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি জানান, ভিন্নদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করা হবে। কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, কনসার্টের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের জানান দেয়া হবে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে কনসার্টে আসার আমন্ত্রণও জানান তিনি।
তিনি আরও জানান, কনসার্টে কনা, ইমরান, প্রীতম, কনকচাঁপা, জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, বেবি নাজনীন, মনির খান, আবদুল হাদি, বাউল শিল্পী ও লালন শিল্পীরা গান পরিবেশন করবেন।