spot_img

ইংল্যান্ডের টম ও স্যাম কারানের ভাই বেন সুযোগ পেলেন জিম্বাবুয়ে দলে

অবশ্যই পরুন

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সোমবার (৯ ডিসেম্বর) ঘোষিত এই দলে জায়গা করে নিয়েছেন বেন কারান, যিনি ইংল্যান্ডের হয়ে খেলা টম কারান ও স্যাম কারানের ছোট ভাই।

বেন কারানের ক্রিকেটের সঙ্গে জিম্বাবুয়ের সম্পর্ক গভীর। তার বাবা কেভিন কারান ছিলেন জিম্বাবুয়ের জাতীয় দলের ক্রিকেটার এবং পরবর্তী সময়ে সহকারী কোচ। এবার বাবার পথ অনুসরণ করেই জিম্বাবুয়ের জার্সিতে দেখা যাবে বেনকে।

১৯৯৬ সালের ৭ জুন ইংল্যান্ডের নর্দাম্পটনে জন্ম নেয়া বেন ২০১৮ সালে নর্দাম্পটনশায়ারের হয়ে টি-টোয়েন্টি দিয়ে স্বীকৃত ক্রিকেটে পা রাখেন। তবে ২০২২ সাল থেকে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেন তিনি এবং দ্রুত নিজেকে প্রমাণ করেন।

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজগুলো অনুষ্ঠিত হবে হারারেতে। ১১ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে যাত্রা শুরু হবে সিরিজের। এরপরের ম্যাচগুলো যথাক্রমে ১৩ ও ১৪ ডিসেম্বর। এরপর ১৭ ডিসেম্বর হবে প্রথম টি টোয়েন্টি। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ ডিসেম্বর।

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গওয়ান্ডু, তাকুডজওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি।

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, জয়লর্ড গাম্বি, ট্রেভর গওয়ান্ডু, তিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, শন উইলিয়ামস।

সর্বশেষ সংবাদ

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে রিয়ালের বড় জয়

নতুন রূপের চ্যাম্পিয়নস লিগে মানিয়ে নিতে খানিকটা কষ্ট হচ্ছিলো রিয়াল মাদ্রিদের। তবে সময়ের সাথে সাথে নিজেদের গুছিয়ে নিয়েছে তারা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ