spot_img

নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর গোলাগুলিতে পাকিস্তানে সেনাসহ নিহত ২৮

অবশ্যই পরুন

পাকিস্তানে হরহামেশাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটছে। এবার দেশটির খাইবার পাখতুনখোয়ার তিনটি জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনায় ছয়জন সেনা নিহত হয়েছেন। গত শনিবার (৭ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে, পাকিস্তানের মিলিটারি মিডিয়া উইং। অন্যদিকে ২২ জন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানা গেছে।

দেশটির আইএসপিআরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্র ও শনিবার সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আইএসপিআর দাবি করেছে, থাল জেলায় এক নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসীদের হামলা রুখে দেওয়া হয়েছে। এ সময় তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে।

যদিও সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে অন্তত ছয়জন সেনা নিহত হয়েছে। আইএসপিআর বলছে, আমাদের ছয়জন সাহসী সন্তান বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে এবং শাহাদাত বরণ করেছে।
নিহত সেনারা হচ্ছেন, সিপাহী নিজামুদ্দিন, নাইব সুবেদার মুহাম্মদ খালিক, হাবিলদার জাদিদ আলি, ল্যান্স নায়েক শাহীদুর রেহমান, সিফাতুল্লাহ এবং উইলায়াত হুসাইন।

আইএসপিআরের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন বলছে, ট্যাঙ্ক জেলায় গোয়েন্দাভিত্তিক অভিযানে নয়জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। সেইসময় ছয়জন আহত হয়েছে। নর্থ ওয়াজিরিস্তান জেলায় আরেক অভিযানে ১০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দেশটির নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। এর পাশাপাশি সফল অভিযানের জন্য এবং নিহত সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয়

এ যেন এক সিনেমার গল্প৷ উত্তেজনার পারদ ঠাঁসা রোমাঞ্চে ভরপুর প্রতিটি মুহূর্ত। লিসবনের এস্তাদিও দা লুজে যা ঘটে গেল,...

এই বিভাগের অন্যান্য সংবাদ