spot_img

ইউরোপ প্রবাসীদের সুবিধার্থে আয়েবার ৭ দফা দাবি

অবশ্যই পরুন

ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন’ (আয়েবা) অন্তর্বর্তী সরকারের কাছে ৭ দফা দাবি উত্থাপন করেছে। ৯ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে আয়েবা সদরদপ্তরে একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য এ দাবি জানানো হয়।

উত্থাপিত দাবিগুলো:
১. ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকায় সহজলভ্য করা।
২. বাংলাদেশ দূতাবাস, হাই কমিশন ও কনস্যুলেট থেকে দালালমুক্ত মানসম্মত সেবা নিশ্চিত করা।
৩. প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডি কার্ড সরবরাহ।
৪. প্রবাসীদের অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা।
৫. জাতীয় সংসদে প্রবাসীদের জন্য আসন বরাদ্দ।
৬. প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে প্রবাসীদের প্রতিনিধিত্ব এবং দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ।
৭. অনিয়মিত প্রবাসীদের বৈধতার জন্য সরকারি উদ্যোগ, অভিবাসন ব্যয় হ্রাস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটের মূল্য কমানো।

আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়নুল আবেদিন।

এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, রানা তাসলিম উদ্দিন, সুলতান হোসেন এবং কার্যকরী পরিষদের সদস্যরা। এছাড়া, বাংলাদেশ কো-অর্ডিনেটর তানবির সিদ্দিকীও উপস্থিত ছিলেন।

প্রবাসীদের দাবি আদায়ে আয়েবা তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানিয়েছেন আয়োজকরা।

সর্বশেষ সংবাদ

পুলিশের সব ইউনিটের সদস্যরা একই পোশাক পরবেন : ডিএমপি কমিশনার

আগের মতো আর ইউনিট অনুযায়ী আলাদা পোশাক থাকবে না, সব ইউনিটের পুলিশ সদস্যরা একই পোশাক পরবেন বলে জানিয়েছেন ঢাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ