spot_img

সাদা পোশাকে কাউকেই গ্রেফতার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

সাদা পোশাকে কাউকেই গ্রেফতার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ ডিসেম্বর) খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সকল সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি জানান, অনেক জায়গায় মব অ্যাক্ট হচ্ছে। বিভিন্ন স্থানে ঘটছে হত্যাকাণ্ড। তাই নিজের হাতে আইন তুলে না নিয়ে অপরাধীদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেয়ার সুযোগ নেই। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে। থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্রই এখনো উদ্ধার হয়নি। খোয়া যাওয়া সেসব অস্ত্র উদ্ধার হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার সাথে নৌঘাঁটি চুক্তি বাতিল করল সিরিয়ার নতুন সরকার

রাশিয়ার সাথে নৌঘাঁটি চুক্তি বাতিল করেছে সিরিয়ার নতুন সরকার। স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। মস্কো টাইমসের খবরে বলা হয়েছে,...

এই বিভাগের অন্যান্য সংবাদ