spot_img

টাকা ছাপালে বর্তমান মূলস্ফীতিকে উস্কে দেওয়া হবে: সিপিডি পরিচালক

অবশ্যই পরুন

লেনদেনে আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক থেকে দুর্বল ব্যাংকগুলোকে শুধু আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তারল্য সহায়তা দেওয়া হয়েছে।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে গঠিত ছায়া সংসদে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন।

আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে এফডিসিতে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, নতুন করে টাকা ছাপালে দেশের বর্তমান মূলস্ফীতিকে উস্কে দেওয়া হবে।

তিনি বলেন, দুর্নীতির জাল বিভিন্ন জায়গা থেকে প্রসারিত হয়েছে। এর মধ্যে ব্যাংকিং খাতের দুর্বলতা সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষত তৈরি করেছে। পৃথিবীতে মূল্যস্ফীতি কমানোর যে উদ্যোগ তার উল্টো দিকে রয়েছে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

কাশ্মীর ইস্যু নিয়ে নিজের অবস্থান জানিয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির পর এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশ সংঘর্ষ থেকে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ