spot_img

বাংলাদেশে কোনও অবৈধ বিদেশিকে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

দেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের তালিকা করা হচ্ছে। সেই তালিকা ধরে ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ডিসেম্বর) সচিবালয়ে বড়দিন ও থার্টিফাস্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুরো সীমান্ত সতর্কতা জারি রয়েছে। অবৈধ অনুপ্রবেশ কোনভাবেই বরদাস্ত করা হবে না। এ সময় মিডিয়ায় সত্য খবর প্রচারের মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বড়দিন ও থার্টি-ফাস্ট নাইটের নিরাপত্তা নিয়ে কঠোর আছে। অ্যালকোহল পানের ক্ষতিকারক দিক তুলে ধরে মিডিয়াকে সচেতনতা চালাতে হবে। এ সময় থার্টি ফাস্ট নাইটে সকল বার বন্ধ এবং ফানুস ও আতশবাজি নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ