spot_img

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রয়োজন: মালয়েশিয়ার সাবেক মন্ত্রী

অবশ্যই পরুন

মালয়েশিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ ও কূটনীতিক সাবেক পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী ড. সৈয়দ হামিদ আলবার নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ নেতৃত্ব এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি পোষণের পরামর্শ দিয়েছেন। শনিবার কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের কুরেশি রেস্টুরেন্টে মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টার (এমডব্লিউআরসি) এবং ইনস্টিটিউট অব পলিসি, গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (আইপিজিএডি) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন, রাজনৈতিক অবস্থা এবং আঞ্চলিক ক্ষেত্রে এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আলবার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট পর্যালোচনা করে বলেন, বাংলাদেশ একটি বিপ্লবী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে দেশটির সামনে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে, যা অত্যন্ত দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন। মানুষ এখন আর অতীতে ফিরে যেতে চায় না। তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে এবং এখনই তার মোক্ষম সময়। কিন্তু এটি কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের জীবনমানের পরিবর্তন আনতে হবে।

মুসলিম ওয়ার্ল্ড রিসার্চ সেন্টারের কো-ফাউন্ডার, অ্যাসোসিয়েট প্রফেসর ইশারাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার সাবেক মিনিস্টার এন্ড ডেপুটি স্পিকার, সেন্টার ফর নিউ ইনক্লুসিভ এশিয়ার চেয়ারম্যান, তান শ্রী অং তে কেয়াত। এছাড়া ডিপ্লোম্যাটদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার বিভাগের কাউন্সেলর মো. মোরশেদ আলমসহ আমন্ত্রিত অতিথি।

সর্বশেষ সংবাদ

সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ