spot_img

অবসরের ইঙ্গিত দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

অবশ্যই পরুন

২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জয়ের অধিনায়ক সরফরাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে শিগগিরই অবসরের ঘোষণার ইঙ্গিত দিয়েছেন।

২০২২ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে সরফরাজ শেষ ম্যাচ খেলেছিলেন। তারও আগে ২০২১ সালে রঙিন পোশাকে তার শেষ ম্যাচটি খেলেছিলেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে যাওয়া সরফরাজ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সক্রিয় রয়েছেন এবং ডলফিন্স দলের পরামর্শক হিসেবে কাজ করছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ডলফিন্স দলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে সরফরাজ বলেন, আমি আমার ক্যারিয়ার নিয়ে সচেতন। আমার মনে হয় নিজ থেকে বলার কিছু নেই। খুব শিগগিরই আপনারা অপেক্ষার অবসান পাবেন।

২০০৭ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সরফরাজ ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৬১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ক্যারিয়ারে তার মোট রান ৬ হাজার ১৬৪, যেখানে রয়েছে ৩২টি ফিফটি ও ৬টি সেঞ্চুরি। ২০১৭ সালে তার নেতৃত্বে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি জয় করেছিল, যা পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন।

সর্বশেষ সংবাদ

বিতর্কিত মন্তব্যের পর ভারতীয় স্ত্রীকে নিয়ে তোপের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ