spot_img

গাজায় আবারো যুদ্ধবিরতির আলোচনা শুরু

অবশ্যই পরুন

কয়েক সপ্তাহ পর আবারো গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এই তথ্য জানিয়েছেন।

হামাস জানায়, গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও ইসরায়েলের সাথে আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী পক্ষগুলো। তারা আশাবাদী যে এই আলোচনার মধ্য দিয়ে ১৪ মাস ধরে চলা গাজা যুদ্ধের অবসান ঘটবে।

এদিকে আলজাজিরা জানিয়েছে, হামাস ও ইসরায়েলের সাথে বারবার আলোচনা করেও যখন কোনো লাভ হচ্ছিল না, তখন মিসরীয় ও মার্কিন মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার ইতি টেনেছিল কাতার। এরপর থেকেই থেমে ছিল যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির আলোচনা। এখন আবার নতুন করে ওই আলোচনা শুরু হয়েছে।

হামাসের রাজনৈতিক শাখার মুখপাত্র বাসেম নাঈম বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, যদিও দীর্ঘদিন যুদ্ধবিরতির আলোচনা থেমে ছিল। তবে এখন নতুন করে আলোচনা সক্রিয় করার চেষ্টা চলছে। যেন গাজায় বন্দী থাকা ইসরায়েলিরা মুক্তি পায়। একইসাথে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিরাও যেন ফিরে যেতে পারে স্বজনদের কাছে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ