প্রায় দু’ দশকের ফুটবল ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখার পর এবার অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দু’ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বায়ার্ন মিউনিখ অধিনায়ক মানুয়েল নয়ার।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাকে দু’ ম্যাচ নিষিদ্ধের কথা জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।
এর আগে আলিয়ান্স আরেনায় মঙ্গলবার রাতে জার্মান কাপের শেষ ষোলোর ম্যাচের সপ্তদশ মিনিটে বক্স থেকে বেরিয়ে বায়ের লেভারকুজেন উইংব্যাক জেরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়ার। ২০০৪ সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সেটিই ছিল তার প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়ার অভিজ্ঞতা।
শুরুতেই দশজনের দলে পরিণত হওয়ার পর ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখলেও শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় বায়ার্ন মিউনিখ। ফলে এবারো জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে আর ওঠা হয়ে ওঠেনি সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়নদের।
তবে শুধু ঘরোয়া কাপে এ নিষেধাজ্ঞা দেয়ায় আগামী মৌসুমের জার্মান কাপে কার্যকর হবে নয়ারের এ শাস্তি।
এ দিকে, চলতি মৌসুম শেষেই বায়ার্নের সাথে নয়ারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তিনি যদি আর তা নবায়ন না করেন কিংবা জার্মান ফুটবল ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমান, তাহলে এ শাস্তি আর তাকে ভোগ করতে হবে না।
সূত্র : ইউএনবি