spot_img

অভিষিক্ত মাপোসার শেষ ওভারের বীরত্বে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

অবশ্যই পরুন

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় জয় পেয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে সিকান্দার রাজার দল।

বুলাওয়েতে আজ ১৩৩ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে জিম্বাবুয়ে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তোলে ৭৫ রান। ৪৩ রান করেছেন ওপেনার ব্রায়ান বেনেট। শেষ ৫ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ৩৭।

ইনিংসের ১৬তম ওভারে মেইডেন দেন আগের ম্যাচে ৩ রানে ৫ উইকেট নেয়া পাকিস্তানের রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। তাতেই খেলা জমে ওঠে। ম্যাচ যায় শেষ ওভারে। জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১২ রান। পেসার জাহানদাদ খানের করা প্রথম দুই বলেই অভিষিক্ত টিনোটেন্ডা মাপোসা এক ছক্কা ও এক চার হাঁকিয়ে জয়ের রাস্তা সহজ করে দেন জিম্বাবুয়েরর। এরপর বাকি আনুষ্ঠানিকতাটুকুও সহজে সারেন তারা।

এর আগে, পাকিস্তানের প্রথমে ব্যাট করে তোলে সর্বসাকুল্যে ১৩২। দলের সর্বোচ্চ রান আসে সালমান আগার ব্যাট থেকে। তিনি ৩২ রান করেন সমান সংখ্যক বল খেলে। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি তুলে নেন ২টি উইকেট।

পুরো সিরিজেই দারুণ পারফর্ম করেছেন রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। ৩ ম্যাচের সিরিজে ৯ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। ম্যাচসেরা হয়েছেন জিম্বাবুয়ের ওপেনার বেনেট।

সর্বশেষ সংবাদ

সাবেকদের লিগে মুখোমুখি হচ্ছেন সাকিব এবং তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন না সাকিব আল হাসান, নেই জাতীয় দলেও। তবে সহসাই মাঠে ফিরছেন তিনি। মুখোমুখি হচ্ছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ