‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র মতো সিনেমা দিয়ে বলিউড কাঁপিয়েছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। আগামীতে তাকে ‘কিং’ সিনেমায় দেখা যাবে। ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনে জায়গা করে রাখা এই নায়কের বাংলাদেশেও কম ভক্ত নয়। তবে ক্যারিয়ারের শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে এই অভিনেতাকে। জীবনের ব্যর্থতা ও লড়াই নিয়ে অকপটে স্বীকার করলেন শাহরুখ নিজেই।
সম্প্রতি দুবাইয়ের গ্লোবাল ফ্রেইট সামিটে কথা বলেন শাহরুখ। সেখানে বলেন, বাথরুমে ঢুকে অনেক কেঁদেছি।
কিং খানের তাজ মাথায় চড়ার আগে বহু ব্যর্থতা ও অসফলতার কাঁটার মুকুট পরতে হয়েছে। সেসব দিনের কথা মনে করে আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন এই সুপারস্টার। সকলকে তাঁর পরামর্শ আত্মসমীক্ষা করুন এবং ব্যর্থতার জন্য দুঃখ পাবেন না। একেবারেই কাঁদবেন না। মুম্বইয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসঙ্গ তুলেই এই কথাগুলি বলেন শাহরুখ।
তিনি আরও বলেন, বক্স অফিসে যদি কোনও ছবি ব্যর্থ হয়, তাহলে তার পিছনে চক্রান্ত আছে বলে মনে করার কিছু নেই। আসলে কোনও একটা কারণে এই ছবি দর্শকদের মন ছুঁতে পারেনি।
এসআরকে বলেন, তুমি যদি ব্যর্থ হও, তার জন্য এটা ভাবার কোনও কারণ নেই যে, তোমার ছবি, তোমার কাজ খারাপ হয়েছে বা ভুল হয়েছে। যেখানে তুমি কাজ করেছ সেখানকার চারপাশের জগৎকেও ভুল বোঝার প্রয়োজন নেই। তোমাকে বুঝতে হবে, মানুষ কীসে নড়েচড়ে বসে। তাদের মন কী চায়! যদি আমি দর্শকদের আবেগকে টেনে বের করে আনতে না পারি, তাহলে কোনও কাজের কাজ হবে না। গোটা ছবির কাজ যতই সুন্দর হোক, তা সাফল্যের মুখ দেখবে না।
এক প্রশ্নের জবাবে শাহরুখ স্বীকার করে নেন যে, তিনি নিজে নিজের কাজের অত্যন্ত কড়া সমালোচক। বলেন, আমার তখন নিজের উপর খুব ঘৃণা হয়। আমি তখন বাথরুমে খুব কাঁদি। আমি কারও সামনে প্রকাশ করতে পারি না দুঃখের কথা। তোমাদের বিশ্বাস করতে হবে, এই দুনিয়া তোমার বিরুদ্ধে নয়। তোমার ছবি চলেনি কেবল তোমার জন্য, এই ভুল ভাবার কোনও কারণ নেই। কিংবা এমনটাও মনে এনো না যে, এই দুনিয়ার সবাই তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এরপর তোমাকে পরবর্তী কাজে এগিয়ে যেতে হবে।
বলি-বাদশা আরও বলেন, যখন চারদিক থেকে হতাশা ঘিরে ধরে, তখন উঠে দাঁড়াতে হয়, এগিয়ে চলতে হয়। নিজেকেই নিজে বলুন, চুপ করো! উঠে দাঁড়াও এবং এই হতাশাকে জয় করো। কারণ জীবন চলছেই। জীবনে তাই ঘটবে, যা হওয়ার আছে। তাই জীবনকে দোষারোপ না করে নিজের কাজ করে যেতে হবে।
শাহরুখ খানকে এরপর সুজয় ঘোষের ছবি কিং-য়ে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন কিং-পুত্রী সুহানা খান।