spot_img

ইউক্রেন যুদ্ধে শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া : ন্যাটো প্রধান

অবশ্যই পরুন

ন্যাটো প্রধান মার্ক রুট মঙ্গলবার বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে, আগামী মাসগুলোতে মিত্ররা ইউক্রেনকে যে সামরিক সহায়তা সরবরাহ করতে পারে তা সরবরাহ করা হবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া আবার ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার আগে রুট ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রাশিয়ার আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বাহিনীর রয়েছে তা নিশ্চিত করাই হলো অগ্রাধিকার।

ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীরা ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি নাশকতা ও সাইবার অপরাধসহ রাশিয়ার সহিংস কর্মকাণ্ডের ‘ক্রমবর্ধমান অভিযান’ নিয়েও আলোচনা করছেন।

মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা সর্বসাম্প্রতিক রাতভর চালানো ৫০টি ড্রোনের মধ্যে ২৯টি গুলি করে ভূপাতিত করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, চেরনিহিভ, ডনেটস্ক, খারকিভ,খমেলনিৎস্কি, কিয়েভ, মাইকোলাইভ, পোলতাভা, সুমি ও তেরনোপিল অঞ্চলে এসব হামলা চালানো হয়।

খারকিভের কর্মকর্তারা ড্রোন বিধ্বস্ত হয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন।

অন্যদিকে, সুমির কর্মকর্তারা বলেন, রাশিয়ার গোলাবর্ষণে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতভর ইউক্রেনের ২৪টি ড্রোন এবং মঙ্গলবার ভোরে আরো ১১টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার রিয়াজান অঞ্চলের কর্মকর্তারা জানায়, ড্রোনের আঘাতে চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি।

মন্ত্রণালয় জানায়, রোস্তভ, ব্রায়ানস্ক, বেলগোরোদ, ক্রাসনোদার, কুরস্ক ও কালুগা অঞ্চলের আকাশেও ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্র : ভিওএ

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ