spot_img

সিরিয়ার সরকারকে যে বার্তা দিলেন এরদোগান

অবশ্যই পরুন

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান আহ্বান জানিয়েছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষমতাসীন সরকার যেন একটি কার্যকর রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। পরিস্থিতির যেন আর কোনো অবনতি না ঘটে।

ইরাকের প্রেসিডেন্ট মোহাম্মাদ শাইয়া আস সুদানির সাথে টেলিফোনে কথা বলার সময় এরদোগান বলেন, তুরস্ক তার দেশের বাইরে শান্তি সম্প্রীতি এবং নাগরিকদের নিরাপত্তার উপর জোর দেয়াকে অগ্রাধিকার দিয়ে থাকে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তুরস্কের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তুরস্ক সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি গুরুত্ব দেয়। এ বিষয়ে আঙ্কারা বাগদাদের সাথে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে।

এরদোগান ইঙ্গিত দিয়েছেন যে তুরস্ক তার নিরাপত্তার জন্য কিছু পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করেছে। সামনেও তারা আরো কিছু পরিকল্পনা গ্রহণ করবে। যেন কুর্দি গোষ্ঠী পিকেকে সিরিয়ার এই অধপতিত অবস্থা থেকে কোনো ধরনের সুবিধা না নিতে পারে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরানি সেনাপ্রধান

সিরিয়া ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সেনাপ্রধান মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরি। মঙ্গলবার ইরানি বার্তাসংস্থা আইআরএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ