spot_img

কঠিন বিপদ-আপদে বিশ্বনবী (সা.) যে দোয়া পড়তেন

অবশ্যই পরুন

বিপদ-আপদ, ক্ষমা চাওয়া কিংবা মনের আশা পূরণে বরাবরই মুমিনরা আল্লাহর দরবারে দু’হাত তুলে ধরেন। কারণ আল্লাহ তা’আলা নিজেই ঘোষণা দিয়েছেন- তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন মহান রাব্বুল আলামীন তাকে শূন্যহাতে ফিরিয়ে দেন না।

খোদ রাসুলুল্লাহ (সা.)-ও আল্লাহর কাছে পানাহ চেয়ে দুই হাত তুলে দোয়া করতেন। উম্মতদেরও তিনি মহান রবের নিকট দোয়া করার পদ্ধতি জানিয়েছেন। যা বিভিন্ন সময়ে সাহাবায়ে-কেরামদের মাধ্যমে বর্ণিত নানা হাদিসে এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কোনোকিছুই কারও ক্ষতি করতে পারবে না।

দোয়াটি হলো- بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন, ফিল আরদি ওয়া-লা ফিস-সামায়ি, ওয়া হুয়াস-সামিউল আলিম।

অর্থ: ‘আল্লাহর নামের বরকতে আসমান ও জমিনের কোনোকিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।’ (তিরমিজি ও আবু দাউদ)

এছাড়াও উম্মতদের কঠিন বিপদের সময়ও দোয়া করা শিখিয়েছেন নবীজি। খোদ নিজের বিপদ-আপদের সময় নবীজি দোয়া পড়তেন। মুসাদ্দাদ (রহ.) ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত:- সংকটের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়াটি পড়তেন-

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুস সামা-ওয়া-তি ওয়া-রাববুল আরদি, ওয়া-বাববুল আরশিল করীম।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অতি উচ্চ মর্যাদাসপন্ন ও অশেষ ধৈর্যশীল, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি আরশে আযীমের প্রভু। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। তিনি আসমান যমীনের প্রতিপালক ও সম্মানিত আরশের মালিক। (সহীহ বুখারী: ৫৯০৬)

আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন ভাইদের বিপদে-আপদে ধৈর্য ধরে সফলকাম হওয়ার তওফিক দান করুন, আমিন।

সর্বশেষ সংবাদ

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪১

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাসকো রাজ্যে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্থানীয় সরকার। দুর্ঘটনায় বাসটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ