spot_img

চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদশিক মুদ্রাসহ যাত্রী আটক

অবশ্যই পরুন

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়ান্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটক করে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত যাত্রীর নাম সাকিব নেওয়াজ। তিনি চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দুবাই যেতে চেয়েছিলেন বলে জানা গেছে।

মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা শাখা, গোয়েন্দা সংস্থা, বিমানবাহিনী এবং কাস্টমস যৌথভাবে ওই যাত্রীকে আটক করে। এ সময় তার সাথে থাকা ব্যাগেজে তল্লাশি চালিয়ে সবজির ভেতর কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

তিনি আরও বইলেন, উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে এক লাখ ৪০ হাজার সৌদি রিয়াল, ৫৭৫ ওমানের রিয়াল, ৯ হাজার ২০০ দিরহাম। যা বাংলাদেশি টাকায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা। আটক যাত্রীকে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠক, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ