spot_img

চীনের ল্যাব থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস: মার্কিন কংগ্রেস

অবশ্যই পরুন

চীনের হুবেই প্রদেশের রাজধানী শহর উহানের গবেষণাগার থেকে কোভিড-১৯ ছড়িয়েছিল বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিটির। সোমবার (২ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ওই কমিটি।

রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট সাবকমিটি অন দ্য করোনাভাইরাস ক্রাইসিস জানিয়েছে, করোনাভাইরাস ‘সম্ভবত একটি পরীক্ষাগার বা গবেষণা সম্পর্কিত দুর্ঘটনার কারণেই উদ্ভূত হয়েছিল।

কংগ্রেসকে একটি চিঠিতে প্যানেলের রিপাবলিকান চেয়ারম্যান ব্র্যাড ওয়েনস্ট্রুপ বলেন, “এই কাজটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে পরবর্তী মহামারীর পূর্বাভাস দিতে, পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত করতে, পরবর্তী মহামারী থেকে নিজেদের রক্ষা করতে এবং পরবর্তী মহামারীকে প্রতিরোধ করতে সাহায্য করবে।”

প্রতিবেদনে আরও বলা হয়ছে, ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএস) জানিয়েছে, প্রাদুর্ভাবের আগে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে গবেষণার সময় ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল।

উল্লেখ্য, ৫২০ পৃষ্ঠার প্রতিবেদনটি তৈরি করতে দুই বছর লেগেছে। কমিটি মহামারীর জন্য ফেডারেল এবং রাজ্য পর্যায়ের প্রতিক্রিয়া, এর উৎস এবং টিকা দেওয়ার প্রচেষ্টার দিকে নজর দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠক, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ