spot_img

ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপির দাম ৩ কোটি ১১ লাখ টাকা

অবশ্যই পরুন

কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের টেস্ট ক্যাপ অর্থাৎ একটি ব্যাগি গ্রিন টুপি নিলামে তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই ক্যাপের দাম উঠবে ২ লাখ ৬০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ১২ লাখ টাকা।

তবে এখন পর্যন্ত ২০২০ সালের জানুয়ারিতে ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে (৭ কোটি ৩ লাখ টাকা) বিক্রি হওয়া প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিনটা সবচেয়ে দামি ক্রিকেট স্মারক। দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ওই অর্থ দান করেছিলেন ওয়ার্ন।

১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে হোম সিরিজে যে ক্যাপ পরে খেলেছিলেন ডন ব্র্যাডম্যান সেই ক্যাপ আজ মঙ্গলবার সিডনিতে নিলামে উঠছে। ভারতের বিপক্ষে সেই সিরিজে ব্র্যাডম্যান ৬ ইনিংসে করেছিলেন ৭১৫ রান। গড় ছিল ১৭৮ দশমিক ৭৫। ৩ শতকের পাশাপাশি একটি ডাবল সেঞ্চুরিও করেছিলেন এই কিংবদন্তি। চলামান ভারত সিরিজের মাঝেই এই ক্যাপ নিলামে তুলছে ‘বোনহ্যামস’ নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।

উল্লেখ্য, ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ব্র্যাডম্যান। ৫২ টেস্টে ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান করেছেন ব্র্যাডম্যান। ২৯টি সেঞ্চুরির পাশাপাশি ১৩টি হাফ সেঞ্চুরি ছিল।

সর্বশেষ সংবাদ

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজ হার ঠেকাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ