spot_img

অমিতাভকে এখনও চোখে চোখে রাখেন রেখা!

অবশ্যই পরুন

জয়া ভাদুড়ির সাথে অমিতাভের বিয়ে হয়েছে ১৯৭৩ সালে। ইতিমধ্যে এই জুটি দাম্পত্য জীবনের ৫০ বছর পার করেছেন। মাঝে টালমাটাল পরিস্থিতি তৈরি হলেও সম্পর্ক অটুট রাখতে পেরেছেন তারা।

তবু, অমিতাভের একাধিক সম্পর্কের গুঞ্জন সামনে এসেছে বার বার। যার মধ্যে সব থেকে বেশি চর্চিত অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের কথা। যদিও এক সময়ে জয়ার মাধ্যমেই অমিতাভের সঙ্গে পরিচয় হয় রেখার। বলিপাড়ায় গুঞ্জন আছে অমিতাভর সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়ান রেখা। পরিণতি পায়নি সেই ভালবাসা। কিন্তু বিভিন্ন সময় খোলাখুলি ভাবে অমিতাভের প্রতি নিজের ভালবাসার কথা জানান তিনি। বহু বছর আগের সম্পর্ক এখন তাজা না হলেও রেখা নাকি নিয়মিত খোঁজ রাখেন অমিতাভের।

এ বার কপিল শর্মার অনুষ্ঠানে রেখা আসতেই সেখানে অমিতাভ প্রসঙ্গ উঠে আসে। কপিল অভিনেত্রীকে জানান তার সঙ্গে অমিতাভের ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সাক্ষাতের মুহূর্তের কথা। কপিলের মায়ের সঙ্গে অমিতাভের কথোপকথনের প্রসঙ্গে টানতেই অমিতাভ সেই অনুষ্ঠানে কপিলকে কী বলছিলেন হুবহু বলে দেন অভিনেত্রী এবং জানান, তিনি ‘কেবিসি’-র প্রতিটি পর্বই দেখেন। সমস্ত সংলাপ নাকি মুখস্থ তার। বেশ কয়েক বছর আগে রেখা বলেছিলেন, ‘‘অমিতাভকে ভালবাসার জন্য তার সঙ্গে দেখা হওয়ার প্রয়োজন নেই। মাঝে মধ্যে কোনও অনুষ্ঠানে দেখা হয় সেটাই অনেক আমার কাছে।’’ রেখা যেমনটা বলেছিলেন তেমনটাই যেন মেনে চলছেন নিজের জীবনে।

সর্বশেষ সংবাদ

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ