spot_img

ঈদে আসছে শাকিব-রাফী জুটির ‘তাণ্ডব’

অবশ্যই পরুন

গত ঈদে শাকিব খান ও রায়হান রাফী মিলে দর্শকদের উপহার দিয়েছিলেন ‘তুফান’। তুফান রীতিমতো তাণ্ডব ছড়িয়েছে দেশ ও দেশের বাইরে।

আবারও শাকিব খান ও রায়হান রাফী জুটির দেখা মিলবে পর্দায়। এই জুটির নতুন সিনেমার নাম ‘তাণ্ডব’। শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

সুমন বলেন, গতকাল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী।

তবে এই বিষয়ে রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হননি।

জানা গেছে, ফুল ফ্লেজড অ্যাকশনধর্মী সিনেমা ‘তাণ্ডব’। এটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। সিনেমাটি আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ‘সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস’র প্রতিনিধি দলের

ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস-এর প্রতিনিধি দল। আজ শনিবার (৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ