spot_img

ভারতীয় হেজিমনি এখনও চলমান আছে: মাহমুদুর রহমান

অবশ্যই পরুন

অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে প্রাথমিক জয়লাভ করেছে ছাত্র-জনতা। তবে সেটি এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরের ঘটনা নিয়ে কুৎসা রটনা করছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার স্থায়ী কার্যালয়ের সামনে ‘শহীদি সপ্তাহ’ উপলক্ষে জুলাই গ্রাফিতি ও পুনর্লিখন কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজিমনির বিরুদ্ধে। শেখ হাসিনার ফ্যাসিবাদ যেন কখনও ফিরে না আসতে পারে, সে লক্ষ্যে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বানও জানান তিনি।

কর্মসূচিতে অংশ নেন নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেতা আসাদুজ্জামান আসাদসহ ইনকিলাব মঞ্চের সদস্যরা।

সর্বশেষ সংবাদ

পূর্ণ স্বাধীনতা চায় গ্রিনল্যান্ড

যুক্তরাষ্ট্র বা ডেনমার্ক, কারো অধীনে থাকতে চায় না গ্রিনল্যান্ড। সঙ্কটকালীন এই সময়ে নিজেদের পূর্ণ স্বাধীনতা দাবি করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ