spot_img

নাইকো দুর্নীতি মামলা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৬ জানুয়ারি

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৬ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। রোববার (১ ডিসেম্বর) বিশেষ জজ আদালতে দুদকের করা এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে নতুন তারিখ ঘোষণা করেন বিচারক।

মামলায় এ পর্যন্ত ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, মিথ্যা মামলায় এখন পর্যন্ত একজন সাক্ষীও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে সাক্ষ্য দেননি। ১-১১ সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে।

২০০৭ সালে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়।

পরে ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ