spot_img

মহেশখালীতে থ্রি জি রাইফেলসহ ৪টি অস্ত্র ও গুলি উদ্ধার

অবশ্যই পরুন

কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালীর একটি বাড়িতে অভিযান চালিয়ে থ্রি-জি রাইফেলসহ ৪টি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

রোববার (১ ডিসেম্বর) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ।

গ্রেফতার ব্যবসায়ী মো: সাজেদ (২৬) বড় মহেশখালীর বড় ডেইল এলাকার শুক্কুর আলীর পুত্র।

ওসি জানান, গোয়েন্দা তথ্য ছিলো সাজেদ উল্লাহ বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহে রেখে বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে তিন-চার দিন ধরে তার গতিবিধি লক্ষ্য করছিলেন তারা। কিন্তু, গতরাত তিনটার দিকে তার ঘর ঘিরে অভিযান চালালে মুহাম্মদ সাজেদকে আটক করে।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই ঘর থেকে ১টি থ্রী জি রাইফেল, ২টি দু’নলা ও এক নলা বন্দুক এবং ১ টি এলজির সাথে ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাজেদ এ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার সাথে এক সহযোগী রয়েছে বলেও স্বীকার করেছে। এসব অস্ত্র বেশিরভাগ ক্ষেত্রে জলদস্যুদের কাছে বিক্রি করে তারা। এ ঘটনায় মহেশখালী থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

নতুন এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

বাংলাদেশে এক রোগীর শরীরে এইচএমপি ভাইরাস শনাক্ত হওয়ার খবর দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ