spot_img

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

অবশ্যই পরুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভেজা আউটফিল্ডের কারণে একাধিকবার টস পেছানোর পর বাংলাদেশ সময় রাত দেড়টায় টস অনুষ্ঠিত হয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার জাকির হাসানের জায়গায় সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম, আর পেসার শরিফুল ইসলামের পরিবর্তে দলে এসেছেন নাহিদ রানা।

অন্যদিকে, প্রথম টেস্টের একাদশ নিয়েই মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম টেস্টে ২০১ রানের বড় ব্যবধানে হারের পর সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টাইগাররা।

বাংলাদেশ একাদশ: 

মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস।

সর্বশেষ সংবাদ

গাজায় নিহত বন্দীর পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েল

গাজায় নিহত বন্দী হামজা জিয়াদনের পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামজা আরেক বন্দী ইউসেফ জিয়াদনের ছেলে। তাদের দক্ষিণী...

এই বিভাগের অন্যান্য সংবাদ