spot_img

মুক্তির আগেই রণবীরের রেকর্ড ভাঙলো ‘পুষ্পা টু’

অবশ্যই পরুন

আল্লু আর্জুনের সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। আগামী ৫ ডিসেম্বর একযোগে তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়, হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগেই অভিনেতা রণবীর কাপুরের একটি রেকর্ড ভেঙেছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যনুসারে, রণবীর কাপুরের গত বছরের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিমল’ বক্স অফিসে দারুণ রেকর্ড করেছিল। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই ছবি গত ১৫ বছরের ইতিহাসে দীর্ঘতম হিন্দি সিনেমা ছিল। এই রেকর্ডটাই ভেঙেছে আল্লু আর্জুনের ‘পুষ্পা টু’। এই সিনেমার রানটাইম ৩ ঘণ্টা ২২ মিনিট।

বলিউডে গত কয়েক বছরে ছবির গড় রানটাইম দুই থেকে আড়াই ঘণ্টা। মাল্টিপ্লেক্সগুলোতে এর সঙ্গে যুক্ত হবে বিজ্ঞাপনের সময়। সে হিসেবে পুষ্পার রানটাইম দাঁড়াবে ৪ ঘণ্টায়।

শাহরুখ খানের ‘জাওয়ান’ ছিল ২ ঘণ্টা ৫০ মিনিটের। কিন্তু ‘অ্যানিমল’ ছিল শাহরুখ খানের এই সিনেমার থেকেও প্রায় আধ ঘণ্টা বেশি ছিল। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘গদর ২’ এবং ‘সালার’ প্রায় ২ ঘণ্টা ৫৫ মিনিটের ছবি ছিল। অন্যদিকে ‘পুষ্পা ১: দ্য রাইজ’ ছিল প্রায় তিন ঘণ্টার।

উল্লেখ্য, ‘পুষ্পা টু’- এর পরিচালনায় রয়েছেন সুকুমার।এই সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে পরিণত হওয়া এক ছেলের জার্নি। এ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। আল্লুর বিপরীতে আছেন রাশমিকা। এছাড়া সিনেমার একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।

সর্বশেষ সংবাদ

জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাঁথা ও অবদানকে উপজীব্য করে ‘জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক নারী সমাবেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ