বলিউডের তুমুল বিতর্কিত অভিনেত্রী এবং বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত এবার বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। শুক্রবার কলকাতায় এসে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সংকটের বিষয়ে অভিযোগ তুলে।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা দাবি করেছেন বাংলাদেশে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, বিশেষ করে হিন্দুদের জন্য। তার ভাষ্য অনুযায়ী, এখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।
এছাড়া কঙ্গনা প্রশ্ন তোলেন, ভারতে কেন এই বিষয়টি নিয়ে কোনো আন্দোলন হচ্ছে না। তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু লিখছে না, কেউ আন্দোলন করছেন না। এ বিষয়টি আমাকে অবাক করেছে।’
কঙ্গনা আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই সেখানে অশান্তি সৃষ্টি হচ্ছে। আমি এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছি এবং বিশেষ করে সেখানে বসবাসরত হিন্দুদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। শ্রীকৃষ্ণ সকলকে রক্ষা করুন।’