spot_img

নবায়নযোগ্য শক্তির প্রসারে প্রধান বাধা নিজস্ব জমি না থাকা: জ্বালানি উপদেষ্টা

অবশ্যই পরুন

নবায়নযোগ্য শক্তির প্রসারে প্রধান বাধা নিজস্ব জমি না থাকা। টেকসই জ্বালানি খাত গঠনের জন্য নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শনিবার (৩০ নভেম্বর) ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত নবায়নযোগ্যে জ্বালানি বিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, দেশে দৈনিক ৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার। উৎপাদন এবং আমদানি মিলিয়ে ৩ হাজার মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হচ্ছে। ফলে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট ঘাটতি থাকছে এবং তা ক্রমাগত বাড়ার ফলে আমদানি আর বাড়ানো সম্ভব হচ্ছে না।

তবে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাঙ্খিত বিনিয়োগ না হওয়ার কথাও আলোচনায় উঠে আসে। যে পরিমাণ বিনিয়োগ অপচয় হয়েছে, তা বন্ধ করার উদ্যোগ গ্রহণেও কাজ করতে হবে বলে মন্তব্য উপদেষ্টার।

সর্বশেষ সংবাদ

সিরিয়ার বাফার জোন ‘দখলের’ নির্দেশ নেতানিয়াহুর

সিরিয়া সীমান্তে বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ