spot_img

বিদেশে প্রশিক্ষণরত চিকিৎসকদের দেশে না ফেরা জাতীয় অপচয় : স্বাস্থ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে চিকিৎসকদের দেশে না ফেরা দেশের বড় ‘অপচয়’ । সম্প্রতি দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসকের দেশে না ফেরায় একথা বলেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, দরিদ্র দেশে এই অপচয় কীভাবে ঠেকাবেন?

শনিবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ‘বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস’ পালন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি জানান, বিদেশে উচ্চতর চিকিৎসা শিক্ষা নিতে যাওয়া ৪০জন শিক্ষার্থীদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। তাই দেশে ফেরার শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।

নূরজাহান বেগম বলেন, মহামারি বা দুর্যোগকালে কাউকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়নি। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে দেশের স্বাস্থ্যখাত।

তবে দেশে ওষুধের দাম ক্রমান্বয়ে বাড়ছে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে তাদের ক্রয়সীমার মধ্যে ওষুধ কিনে খেতে পারেন সেভাবেই ওষুধের মূল্য নির্ধারণ করা উচিৎ।

সর্বশেষ সংবাদ

সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগস্টের ৫ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০...

এই বিভাগের অন্যান্য সংবাদ