spot_img

ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ফ্লোরিডায় ‘ছুটে এলেন’ ট্রুডো

অবশ্যই পরুন

সীমান্তে নিরাপত্তা, অবৈধ অভিবাসী ও মাদক চোরাচালান ইস্যুতে গত সপ্তাহে হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিজ্ঞা করেন, অবৈধ অভিবাসী ও সীমান্ত সুরক্ষা ইস্যু সমাধান না করা পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সকল আমদানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। পাশাপাশি চীনের আমদানি পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপেরও ঘোষণা দেন ট্রাম্প।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এমন হুমকির পরেই শুক্রবার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের এক হোটেল থেকে ট্রুডোকে বের হতে দেখা গেছে। সেখান থেকে বের হয়ে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে গেছেন ট্রুডো।

আবার এপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্পের সঙ্গে ডিনার করতে ট্রুডো মার-এ-লাগোতে গেছেন। তবে এনিয়ে ট্রুডোর কার্যালয় এবং ট্রাম্পের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রয়টার্স বলছে, গত কয়েক বছর থেকে ট্রুডোর কানাডায় অর্থনীতির চাকা ধীরগতি এবং নাগরিকদের জীবনযাপনের খরচ অনেক বেড়েছে। ট্রুডোর জনপ্রিয়তাও নাকি এখন তলানিতে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপ দেশটির অর্থনীতির জন্য আরও ধাক্কা হয়ে উঠবে।

সর্বশেষ সংবাদ

সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগস্টের ৫ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮টি ঘটনায় ৭০...

এই বিভাগের অন্যান্য সংবাদ