spot_img

বিনা পারিশ্রমিকে ঢাকায় গান গাইবেন রাহাত ফতেহ আলী খান

অবশ্যই পরুন

বিনা পারিশ্রমিকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ‘ইকোস অব রেজ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসাটের আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন স্পিরিটস অব জুলাই। শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে মধুর ক্যান্টিনে আযোজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খানের পাশাপাশি দেশি-বিদেশি কয়েকটি জনপ্রিয় ব্যান্ড দল গান পরিবেশন করবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তিন ক্যাটাগরিতে কনসার্টের টিকেট বিক্রির কার্যক্রম শুরু হবে। তবে এখনও টিকিটের মূল্য নির্ধারণ করা হয়নি।

সর্বশেষ সংবাদ

আবারো থমথমে মধ্যপ্রাচ্য, রকেট হামলা ইরাকে

মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার পারদ কিছুটা প্রশমিত হলেও আবার পরিস্থিতি থমথমে হচ্ছে সময়ে সময়ে। উত্তর ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ