spot_img

খুলনায় বাসে আগুন, নিহত ঘুমন্ত হেলপার

অবশ্যই পরুন

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বাসের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শরিফুল হোসেন। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে টার্মিনালে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন হেলপার শরিফুল। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শরিফুল। মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

পরিবহন শ্রমিকরা জানান, বাসের অনেক হেলপার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে। এর আগেও মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে নিহত ২, দাবি হুতিদের

ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। রাজধানী সানা ও সাদাসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। সাদায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ