spot_img

উগান্ডায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে কমপক্ষে ৩০ জন নিহত

অবশ্যই পরুন

উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্বদিকের একটি গ্রামে ভূমিধস আঘাত হেনেছে। বুলামবুলি জেলার কমিশনার ফাহিরা মালানি বলেন, মুসুগু গ্রামে ভূমিধসের ঘটনায় আমরা ৩০ জনকে হারিয়েছি। এখন পর্যন্ত এক শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিধসের কারণে অনেকেই নিখোঁজ রয়েছেন এবং বেশ কয়েকজন হয়তো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।

উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রায় ২০টির মতো বাড়ি-ঘর ভেসে গেছে। প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে।

ভয়াবহ এই ঘটনায় পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে অন্তত ৪০টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু স্থাপনা। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান।

সর্বশেষ সংবাদ

ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন: প্রেস সচিব

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্য মোকাবিলায় ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলতে নারী প্রতিবেদক...

এই বিভাগের অন্যান্য সংবাদ