spot_img

বিসিক শিল্প নগরীতে লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

অবশ্যই পরুন

ময়মনসিংহের বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুইটি ইউনিট এখনও ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেকেম বাংলাদেশ কীটনাশক গোডাউনে আগুন লাগে। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মাসকান্দা এলাকায় শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ লিমিটেড নামের একটি কীটনাশকের গুদাম থেকেই আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা মালামাল।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে স্বস্তির বিষয়, ছুটির দিনে শিল্পনগরী বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভির কর্মকর্তারা জানিয়েছে, এমন অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত চালানো হবে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও পরবর্তীতে জানানো হবে।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমির

প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার— নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এই দুটি শর্ত পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ