spot_img

টানা চার জয়ে কনফারেন্স লিগের শীর্ষে চেলসি

অবশ্যই পরুন

কনফারেন্স লিগে টানা জয়ের রেকর্ড ধরে রাখলো চেলসি। বৃহস্পতিবার হেইডেনহেইমকে ২-০ গোলে হারালো তারা। চার ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

এই হারে হেইডেনহেইম প্রথমবার পয়েন্ট হারালো। দলটি নেমে গেছে নবম স্থানে। চেলসির মতো শতভাগ সাফল্য ধরে রেখে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেগিয়া ওয়ারশ।

এই পর্বে যে চেলসি ছিটকে যাবে না, তা নিশ্চিত। এখন তাদের মনোযোগ শীর্ষ আটে থেকে গ্রুপ পর্ব শেষ করা।

প্রতিপক্ষের মাঠে চেলসির মিকাইইলো মুদ্রিক পেনাল্টির আবেদন জানিয়ে প্রত্যাখ্যাত হন। যদিও ভিএআর অনফিল্ড রেফারিকে আরেকবার পিচ সাইড মনিটরে তা দেখার পরামর্শ দিয়েছিল।

প্রথম ৪৫ মিনিটে ম্যানইউকে কয়েকবার চাপে ফেলেছিল হেইডেনহেইম। কিন্তু হাফটাইমের বাঁশি বাজার আগের কোনও দল গোল পায়নি।

দ্বিতীয়ার্ধ ছিল বেশ প্রাণচঞ্চল। ৫১তম মিনিটে সানচোর ক্রসে জাল কাঁপান এনকুনকু। এটি ফ্রান্স ফরোয়ার্ডের সপ্তম ইউরোপিয়ান গোল এবং সব প্রতিযোগিতা মিলে ১১তম।

চেলসি কিপার ফিলিপ জর্গেনসেন বেশ কয়েকটি দারুণ সেভে চেলসিকে রক্ষা করেন। পল ওয়ানারের শক্তিশালী শট বাঁ হাত দিয়ে ঠেকান বায়ার্ন মিউনিখ থেকে ধার করা কিপার।

হেইডেনহেইম ৭৯তম মিনিটে জালে বল জড়িয়েছিল। ম্যাক্স ব্রেউনিগের ওই গোল অফসাইডে বাতিল হয়।

স্বাগতিকদের ফেরার আশায় পানি ঢালে চেলসি দ্বিতীয় গোল করে। সানচো ও কিয়ের্নান বল দেওয়া নেওয়া করে মুদ্রিকের কাছে পাঠান, ডান পাশ দিয়ে কোনাকুনি শটৈ স্কোর ২-০ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন: প্রেস সচিব

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্য মোকাবিলায় ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলতে নারী প্রতিবেদক...

এই বিভাগের অন্যান্য সংবাদ