spot_img

পাপী বান্দার তওবা আল্লাহর কাছে কতটা মূল্যবান?

অবশ্যই পরুন

তওবা একটি অনন্য উপহার, যা আল্লাহ তাঁর বান্দাদের দিয়েছেন। এটি মানুষের পাপ থেকে ফিরে এসে আল্লাহর পথে আত্মসমর্পণের সুযোগ। ইসলামে তওবা আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার অন্যতম মাধ্যম।

একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাঁর বান্দার তওবার জন্য এতটাই খুশি হন, যা তুলনীয় একটি হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার আনন্দের সঙ্গে। (সহিহ মুসলিম: ২৭৪৪, সহিহ বুখারি: ৬৩০৮)

তওবা শব্দের অর্থ ফিরে আসা। ইসলামী পরিভাষায়, এটি আল্লাহর কাছে ফিরে আসার প্রতীক। পাপী বান্দা যখন তার ভুল বুঝতে পারে এবং আন্তরিকভাবে ক্ষমা চায়, তখন আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করেন। এমনকি যদি তার পাপ আকাশ পর্যন্ত পৌঁছায়, তবুও আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহ তাকে ক্ষমা করেন।

১. নিজের ভুলের জন্য গভীর অনুতপ্ত হওয়া।
২. ভবিষ্যতে আর সেই পাপ না করার দৃঢ় সংকল্প নেওয়া।
৩. আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা।
৪. তওবার জন্য বিশেষভাবে দুই রাকাত নামাজ আদায় করা।

সূরা আত-তাহরীমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, “তোমরা সবাই আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হও।” হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, “একজন মুমিন তার পাপকে পর্বতের নীচে থাকা একটি পাথরের মতো অনুভব করে, যেন এটি তার ওপর ভেঙে পড়তে পারে।”

সর্বশেষ সংবাদ

ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ