spot_img

চমক থাকবে ‘হাউজফুল ফাইভ’ সিনেমায়!

অবশ্যই পরুন

বলিউডে নিয়মিত কমিডি সিনেমা নির্মাণ হয়। কিছু মিডি সিনেমার  ফ্র্যাঞ্চাইজিও নির্মাণ হয়েছে। যার মধ্যে অন্যতম ‘হাউসফুল’। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম কিস্তি। দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব ‘হাউসফুল ফোর’। আর এবার জনা গেল সিনেমাটির পঞ্চম কিস্তি আসছে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, ‘হাউসফুল ফাইভ’ সিনেমায় থাকবে তিন নায়ক ও পাঁচ নায়িকা থাকবে সেটা আগেই জানানো হয়েছিল। তবে এবার জানা গেল সিনেমাটিতে কাদের দেখা যাবে। আসন্ন এই সিনেমাটিতে থাকবেন একদল তারকাদের।

বুধবার (২৭ নভেম্বর) ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, বলিউডের খ্যাতনামা অভিনেতারা সব দল বেঁধে একটি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। এই ছবিটি পোস্ট করে তিনি জানান, এরাই থাকবেন ‘হাউজফুল ফাইভ’ সিনেমাতে। পোস্ট করা সেই সিনেমাতে দেখা গেছে, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, প্রমুখ। আরো থাকবেন নানা পটেকর, চাঙ্কি পান্ডে, শ্রেয়স তালপাড়ের মতো অভিনেতারাও। এদিন প্রকাশ্যে আসা ছবিটিতে অভিষেককে ছবির একেবারে মধ্যমণি হয়ে থাকতে দেখা গেছে।

হাউসফুল ফ্র্যাঞ্চাইজির আসন্ন কিস্তির বাজেট ধরা হইয়েছে ৩০০ কোটি রুপি। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। সিনেমাটি দেখতে হাউজফুল ভক্তদের অপেক্ষা করতে হবে আরও প্রায় এক বছর। কারণ, আগামী বছরের জুন মাসে মুক্তি পাবে ‘হাউসফুল ফাইভ’।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে আরো বেশি শিরোপা জিততে চান রোনালদো

সৌদি পেশাদার লিগ আল নাসরেতে দুই বছর অতিবাহিত করেছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই সময়ের মধ্যে সৌদি ক্লাবটির হয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ