spot_img

ইসলামাবাদে ইমরান খানের এক হাজার কর্মী-সমর্থক গ্রেপ্তার

অবশ্যই পরুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় তিনদিনে তার দল পিটিআইয়ের প্রায় এক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ইসলামাবাদ পুলিশ। খবর আরব নিউজের

রাজধানী পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভী জানান, গত রোববার থেকে মঙ্গলবারের মধ্যে ৯৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়, বুধবার ভোরে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়। এর আগে এই বিক্ষোভকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের চার সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, আইনশৃঙ্খলা বাহিনী সাহসের সঙ্গে বিক্ষোভকারীদের দমন করেছেন।

সব বাধা উপেক্ষা করে মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে প্রবেশ করেন পিটিআিইয়ের হাজার হাজার নেতাকর্মী। তারপর নেতাকর্মীরা ইসলামাবাদের ডি-চকে পৌঁছে যান। সেখানেই পিটিআইয়ের এবারের সমাবেশ হওয়ার কথা ছিল। তবে বিক্ষোভকারীরা রেড জোন এলাকায় পৌঁছালে তাদের কঠোরভাবে দমন করে আইনশৃঙ্খলা বাহিনী। দমন-পীড়নের মুখে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এমনকি এই সময় খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর এবং পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বিক্ষোভস্থল থেকে পালিয়ে যান। তারপরই বিক্ষোভ স্থগিতের ঘোষণা দেয় পিটিআই।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভকারীরা রাজধানীতে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ তুলেছে।

সর্বশেষ সংবাদ

ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ