spot_img

অ্যাস্টন ভিলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে জুভেন্টাস

অবশ্যই পরুন

জুভেন্টাসকে রুখে দিয়েছে অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোলশুন্য ড্র করেছে জুভেন্টাসের সঙ্গে। তবে শেষ মুহূর্তে মর্গান রজার্সের গোলটি বাতিল হওয়ার পরে তাদের আশা ভেঙে যায়। রজার্স যখন একটি ফ্রি কিক থেকে বলটি জালে পাঠায় তখন জুভেন্টাসের গোলকিপার মিশেলে ডি গ্রেগোরিওর ওপর ফাউল করার কারণে গোলটি বাতিল করে রেফারি।

ভিলা মনে করেছিল যে তারা ম্যাচটি শেষ মুহূর্তে জিতেছে। কিন্তু রেফারি সঠিকভাবে ফাউলটি দেখার পর ভিলা ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ভিলা ম্যানেজার উনাই এমেরি ম্যাচের পর বলেন, আমার মতে এটি কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ এখানে ইংল্যান্ডে সাধারণত এরকম সিদ্ধান্ত হয় না। তবে ইউরোপে এটা ফাউল হিসেবে গণ্য হতে পারে।

ম্যাচটিতে তেমন উত্তেজনাপূর্ণ ছিল না। যেখানে জুভেন্টাস তাদের পজিশন ধরে রাখার চেষ্টা করেছে এবং উভয় দলই কিছু গুরুত্বপূর্ণ সুযোগ মিস করেছে। ভিলার একমাত্র বড় সুযোগটি ছিল লুকাস দিগনের ফ্রি কিক যা প্রথমার্ধের শেষের দিকে ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে ফ্রান্সিসকো কনসেইসাওর কাছ থেকে একটি কর্নার হেড ভিলার গোললাইনের খুব কাছে পৌঁছেছিল। তবে এমি মার্টিনেজ দুর্দান্ত সেভ করে সেটি রক্ষা করেন। টিভি রিপ্লেতে দেখা যায় বলের একটি ক্ষুদ্র অংশ গোললাইনের ওপরে ছিল না। ভিলা অধিনায়ক জন ম্যাকগিনও ৭০ মিনিটে লিওন বেইলি থেকে পাস পেয়ে গোল করতে পারতেন কিন্তু তার শট ম্যানুয়েল লোকাতেলি দ্বারা ব্লক করা হয়।

সর্বশেষ সংবাদ

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ