spot_img

সূর্যালোকের শক্তি দিয়ে নভোযান চালানোর পরিকল্পনা নাসার

অবশ্যই পরুন

এবার সূর্যের আলোর সাহায্যে নভোযান চালানোর কথা চিন্তা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সূর্যালোককে শক্তিতে রূপান্তর করতে পারে ব্যাকটেরিয়া। লেজার প্রযুক্তির সহায়তায় ওই পদ্ধতি ব্যবহার করেই সূর্যালোকের শক্তি দিয়ে নভোযান চালানোর পরিকল্পনা করছে সংস্থাটি।

মঙ্গল অভিযানে এই বিশেষ পদ্ধতি কাজে লাগাতে চাইছে নাসা।

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। এই পদ্ধতি থেকেই বিজ্ঞানিরা এই প্রযুক্তি তৈরির ধারণা পেয়েছেন।

এর লক্ষ্য হলো, বিশেষ ধরনের ফটোসিন্থেটিক ব্যাকটেরিয়া থেকে সূর্যালোক সংগ্রহ করে এমন অ্যান্টেনার ব্যবহার করে এই শক্তির ক্ষমতা বাড়ানো যায়। আর পরবর্তীতে, ওই শক্তিকে লেজারে রূপান্তর করে মহাকাশে প্রেরণ করা সম্ভব।

বিজ্ঞানীরা আশা করছেন, এতে ‘কৃত্রিম পচনশীল’ উপাদান ব্যবহার না করে বরং প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে লেজার রশ্মিগুলো কার্যকর উপায়ে মহাকাশে নতুন করে তৈরি হবে। এর মানে, পৃথিবী থেকে নতুন কোনো যন্ত্রাংশ পাঠানোর প্রয়োজনীয়তা ছাড়াই এগুলো সক্রিয় থাকতে পারে।

সূর্যালোক ব্যবহার করে নভোযান চালানোর এই প্রকল্পটিকে ডাকা হচ্ছে ‘এপেস’ নামে। যেখানে প্রাথমিকভাবে পরীক্ষাগারের পরিবেশে এ প্রযুক্তির উন্নয়ন করে তা নানা পরীক্ষা ও মানোন্নয়ন করে গবেষকরা দেখার চেষ্টা করেছেন, এটি মহাকাশে ব্যবহারযোগ্য কি না।

গবেষকদের মতে, এ প্রকল্পটি সফল হলে তা মহাকাশ গবেষণা সংস্থাগুলো নিজেদের কাজে ব্যবহার করতে পারবে। এর পাশাপাশি, পৃথিবীতে পরিবেশবান্ধব ও তারবিহীন শক্তি যোগান দেওয়ার নতুন এক উপায় হয়ে ওঠার সম্ভাবনাও দেখাচ্ছে এটি।

সর্বশেষ সংবাদ

কানাডাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, যা বললেন ট্রাম্প

জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও কানাডাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

এই বিভাগের অন্যান্য সংবাদ