spot_img

মিয়ানমারের জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

অবশ্যই পরুন

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান।

স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) চিফ প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আইসিসি’র প্রি-ট্রায়াল চেম্বার ওয়ানে গ্রেফতারি পরোয়ানার এই আবেদন করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলা সহিংসতার তদন্ত করেছে আইসিসি। চার বছরেরও বেশি সময় ধরে চলে এই তদন্ত। সংগ্রহ করা হয়েছে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত যাবতীয় তথ্য। মিয়ানমারের কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এটিই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন।

উল্লেখ্য, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত নেত্রী অং সান সু চির কাছ থেকে ক্ষমতা নেন সিনিয়র জেনারেল মিন অং হ্লেইং। এরপর থেকে রোহিঙ্গাদের বিতাড়ন ও নিপীড়নের জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে।

দলবদ্ধ ধর্ষণ, হত্যা ও বাড়িঘরে অগ্নিসংযোগসহ জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে প্রায় ১০ লাখ মানুষ প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ