spot_img

দেশের প্রতি যেকোনো আঘাত প্রতিহত করা হবে: বিমানবাহিনী প্রধান

অবশ্যই পরুন

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, দেশের প্রতি যেকোনো আঘাত প্রতিহত করা হবে। এক্ষেত্রে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা বিমান বাহিনীর দায়িত্ব বলেও জানান তিনি।

আজ বুধবার (২৭ নভেম্বর) টাঙ্গাইলের রসুলপুরের ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়ায় তিনি একথা বলেন।

মহড়া পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশ বিমানবাহিনী ২৪ ঘণ্টা র‍্যাডারের মাধ্যমে আকাশসীমা পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে ২১ শতকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও অদম্য করে তোলাই মহড়ার মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

আয়োজিত এ প্রশিক্ষণ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর MIG -29, F-7 BG, F-7BGI যুদ্ধবিমান ও শক্তিশালী হেলিকপ্টার। আকাশ থেকে ভূমিতে আক্রমণের দক্ষতা বৃদ্ধি এবং লক্ষ্যবস্তুর ওপর নির্ভুলভাবে আঘাত আনার কৌশল আয়ত্ত করাই এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত মার্কিন ঘাঁটির স্যাটেলাইট চিত্র ফাঁস

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ইসলামি প্রজাতন্ত্র ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ