spot_img

মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

অবশ্যই পরুন

ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে ‘বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট’ দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর বুধবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে বাসায় ফেরেন তিনি।

এর আগে, আঙুলের ছাপ দিতে দুপুর সোয়া ২টার পর আমেরিকান দূতাবাসে যাওয়ার জন্য তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম জিয়া। ব্যক্তিগত গাড়িবহর নিয়ে বেলা ২টা ২০ মিনিটের দিকে দূতাবাসে পৌঁছান তিনি।

দূতাবাসে খালেদা জিয়ার সঙ্গে যান তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপি সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে খালেদা জিয়ার। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। লন্ডনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও যুক্ররাষ্ট্রের ভিসা এখনও নিশ্চিত হয়নি।

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন। কোভিড মহামারির সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও তার বিদেশযাত্রা নিষিদ্ধ ছিল। তবে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে মুক্তি পান বেগম খালেদা জিয়া এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেন।

সর্বশেষ সংবাদ

উত্তর গাজার একমাত্র হাসপাতালও শেষ

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ভেতরে থাকা রোগী, স্বাস্থ্যকর্মীসহ অনেকের পরিণতি সম্পর্কেই জানা যায়নি...

এই বিভাগের অন্যান্য সংবাদ