spot_img

আবারও পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি

অবশ্যই পরুন

চ্যাম্পিয়নস লিগে ডাচ ক্লাব ফায়েনুর্ডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বড় ধাক্কা খেল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচে ৩ গোলের লিড নিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট খোয়ানোয় ১৫ নম্বরে নেমে গেছে সিটি। অন্যদিকে ৭ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে উঠে এসেছে ফায়েনুর্ড।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সিটির ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দারুণভাবে এগিয়ে ছিল পেপ গার্দিওলার শিষ্যরা। ৪৪ মিনিটে স্পটকিক থেকে গোল করে সিটিকে লিড এনে দেন আর্লিং হাল্যান্ড। বিরতির পর সিটির দাপট আরও বাড়ে। ৫০ মিনিটে জার্মান মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ানের বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ হয়। মাত্র ৩ মিনিট পর আবারও স্কোরলাইন বাড়ান হাল্যান্ড।

৫৩ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা সিটি যখন জয় নিশ্চিত ধরে নিচ্ছিল, তখনই ঘটল নাটকীয় মোড়। ৭৫ মিনিটে ডাচ ক্লাব ফায়েনুর্ডের আনিস হেজ মুসা গোল করে ব্যবধান কমান। এরপর ৮২ মিনিটে সান্তিয়াগো হিমেনেস আরও একটি গোল করলে ম্যাচে উত্তেজনা বেড়ে যায়। নির্ধারিত সময়ের ঠিক আগে ডেভিড হ্যাঙ্কোর দুর্দান্ত গোলের মাধ্যমে ফায়েনুর্ড সমতায় ফেরে।

এই ড্রয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ ম্যাচে জয়বঞ্চিত রইল ম্যানচেস্টার সিটি। এর আগে ৩০ অক্টোবর লিগ কাপে টটেনহ্যামের কাছে হেরে শুরু হওয়া ব্যর্থতার ধারা অব্যাহত রয়েছে। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথ, ব্রাইটন ও টটেনহ্যামের কাছে হার এবং চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে হার সিটিজেনদের হতাশা বাড়িয়েছে।

ফায়েনুর্ডের সঙ্গে অপ্রত্যাশিত ড্র সিটির আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। লিগ এবং চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে উন্নতি করতে হলে দলটির এখন টানা পারফরম্যান্সের ধারাবাহিকতা ফিরিয়ে আনা অত্যাবশ্যক।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকে থাকছে না পোষ্য কোটা : উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষার ক্ষেত্রে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ