spot_img

রাজকুমারের আকাশছোঁয়া পারিশ্রমিক? জানালেন অভিনেতা

অবশ্যই পরুন

শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ ছবি রেকর্ড গড়েছে। চলতি বছরের অগাস্ট মাসে মুক্তি পায় ‘স্ত্রী ২’। মুক্তির পর থেকেই এই ছবি বিপুল ব্যবসা করে বক্স অফিসে। এরপরেই শোনা যায়, সাফল্যের শীর্ষে পৌঁছে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। তিনি নাকি এখন ছবি পিছু ৫ কোটি রুপি করে পারিশ্রমিক চাইছেন, শোনা যায় এমনই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতার বক্তব্য ‘বোকার মতো প্রযোজক’দের বোঝা হতে চান না। তিনি এও বলেন, তাঁর প্যাশনের ‘উপজাত’ বিষয় হচ্ছে টাকা।

পারিশ্রমিক বেড়ে যাওয়া প্রসঙ্গে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি তো প্রতিদিন আলাদা আলাদা টাকার অঙ্ক দেখতে পাই। আমি বোকা নই যে আমার প্রযোজকদের বোঝা বাড়াব। সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমার অংশ হওয়ার জন্য আমি অভিনেতা হিসেবে বদলে যাইনি, টাকা কেবল আমার প্যাশনের সঙ্গে আসে। আমি সারা জীবন কাজ করতে চাই যাতে আমি এমন চরিত্রের খোঁজে থাকতে পারি যা আমাকে সারপ্রাইজ করবে, উত্তেজিত করবে, চ্যালেঞ্জ করবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।’

সর্বশেষ সংবাদ

২০২৫ সালের ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না: উপদেষ্টা বিধান

২০২৫ সালের ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অদ্যাপক ডা. বিধান রঞ্জন...

এই বিভাগের অন্যান্য সংবাদ