spot_img

বিক্ষোভ কর্মসূচি বাতিল ইমরান সমর্থকদের

অবশ্যই পরুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছিল পাকিস্তানে। বিক্ষোভরত সমর্থকদের বিরুদ্ধে মধ্যরাতে বড় ধরনের অভিযানও চালিয়েছিল দেশটির নিরাপত্তা বাহিনী। ইমরান খানের সমর্থকেরা দেশটির ফেডারেল রাজধানী ইসলামাবাদ অভিমুখে যে লংমার্চ ও অবস্থান কর্মসূচি ছিল তা বাতিল করা হয়েছে।

ইমরান খানের সমর্থকেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গত ২৪ নভেম্বর থেকে ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করে। টানা তিন দিনের উত্তেজনা শেষে ইমরান খানের ৮ সমর্থকের প্রাণহানির ঘটনা ঘটে।

এরপর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্ব বুধবার (২৭ নভেম্বর) ঘোষণা করেছে, ইসলামাবাদে তিন দিন আগে শুরু হওয়া বহুল প্রচারিত প্রতিবাদ কর্মসূচিটি বাতিল করা হয়েছে।

পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সরকারের বর্বরতা ও নিরস্ত্র নাগরিকদের জন্য ফেডারেল রাজধানীকে কসাইখানা বানানোর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছি।’

পিটিআই আরও জানিয়েছে, সরকারের পক্ষ থেকে নাগরিকদের ওপর চালানো বর্বরতার বিস্তারিত তথ্য দলের রাজনৈতিক এবং কোর কমিটিগুলো বিশ্লেষণ করবে এবং পরে ওই তথ্য ইমরান খানের সঙ্গে শেয়ার করা হবে।

এদিকে, পিটিআই মুখপাত্র জানিয়েছেন, তারা এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হওয়ার খবর পেয়েছেন। নিহত আটজন হলেন—আনিস শাহজাদ সাত্তি, মালিক মুবিন আওরঙ্গজেব, আবদুল কাদির, মালিক সাফদার আলি, আহমদ ওয়ালি, মুহাম্মদ ইলিয়াস এবং আবদুল রশিদ।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা জানাল বিসিবি

সাকিব আল হাসানকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ