spot_img

রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

অবশ্যই পরুন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (২৬ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশসান মন্ত্রণালয়। তবে তাকে কোন দেশের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে, তা আদেশে উল্লেখ করা হয়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ৭ আগস্ট আইজিপি হিসেবে নিয়োগ পান ময়নুল ইসলাম। সে সময় সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৯১ সালের জানুয়ারিতে ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ময়নুল ইসলাম। চাকরি জীবনে একসময় তিনি র‌্যাবেও কাজ করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতি. আইজিপি) করা হয়। তাদের মধ্যে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত পদ) পদে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান ৫৮ বছর বয়সী ময়নুল ইসলাম। এর আগে ২০১৮ সালে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হন তিনি।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যাক মানুষ গৃহহীন হয়ে পড়ছে

যুক্তরাষ্ট্রে গত এক বছরে গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উচ্চ আবাসন ব্যয়, মুদ্রাস্ফীতি, প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, প্রাকৃতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ