spot_img

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসি’র প্রধান কৌঁসুলি

অবশ্যই পরুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। পরিদর্শনে তার সঙ্গে রয়েছেন ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তিনি ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান এবং সেখানে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।

এদিন করিম এ এ খান আরও কিছু ক্যাম্প পরিদর্শন করবেন। এর আগে, সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান আইসিসি প্রধান কৌঁসুলি, এবং একইদিন দুপুরে বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইসিসি রাখাইন থেকে রোহিঙ্গাদের বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত করছে। এই তদন্তের অংশ হিসেবে করিম এ এ খান বাংলাদেশ সফরে এসেছেন।

রোম সনদের অধীনে, বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের তদন্তে সহযোগিতা করছে, তবে মিয়ানমার রোম সনদে সই করেনি। আইসিসি তদন্তের পর অভিযুক্তদের বিচার করার জন্য আদালতে হাজির করবে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যাক মানুষ গৃহহীন হয়ে পড়ছে

যুক্তরাষ্ট্রে গত এক বছরে গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উচ্চ আবাসন ব্যয়, মুদ্রাস্ফীতি, প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, প্রাকৃতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ